You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Tuesday, April 23, 2024

সেলাইমেশিন উপহার

 


রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চান্দুপাড়া গ্রামের মোছাঃ আরজেনা বেগম কে একটি সেলাইমেশিন উপহার দেওয়া হল।।
স্বামী দিনমজুর হওয়ায় স্বামীর পক্ষে একা সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিলো । তাদের পরিবারে ২টি সন্তান রয়েছে,শশুর শাশুড়ী ।। দ্রব্যমূল্যের দাম বাড়ায় তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো তাই স্বামীর পাশাপাশি স্ত্রী আরজেনা বেগম এর নিজ আবেদনের প্রেক্ষিতে তাকে ভালবাসার উপহার হিসেবে একটি সেলাইমেশিন প্রদান করা হয়েছে।
সেলাইমেশিন পেয়ে আরজেনা বেগম ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন! আল্লাহ তা'আলা দাতার দানকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুন আমীন।

টিউবয়েল উপহারে পাশে ছিলাম

 এই ভদ্রমহিলার স্বামী লাপাত্তা মানে অন্যখানে নতুন করে সংসার শুরু করেছে। ছোট ছেলেটা অটো চালায় এবং মাকে নিয়ে থাকে।

এটা একজন ভলান্টিয়ারের আবেদন। সব জেনে, দেরি করি নাই।





গোড়া পাকাসহ নলকূপ উপহার

এই পরিবারটি জলকষ্টে ভুগছিল। প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভেরি গুড। তাই জলের সাপোর্ট পাওয়া কঠিন ছিল। তাই ফান্ড ম্যানেজ হওয়ার সাথেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাস্থ হিয়াতপুর গ্রামে গোড়া পাকাসহ নলকূপটি বসানো হয়।





Friday, April 19, 2024

ভাগ্য বদলের আশায় আধুনিক সেলাই মেশিন উপহার


অসংখ্য ধন্যবাদ One Taka Fund এর মহৎপ্রাণ ডোনারদেরকে যারা তাঁদের যাকাতের একটি অংশ আমাদের দিয়েছেন এই বিশ্বাসে যে আমরা কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো।

গত ৫ই এপ্রিল,২৪ আমরা যাকাত ফান্ড থেকে রাশেদুজ্জামান রণ  ভাইয়ের মাধ্যমে অনার্স পড়ুয়া (কারুকাজে দক্ষ) এক আপুকে সিঙ্গারের আধুনিক সেলাই মেশিনটি উপহার দিয়েছি। নিচের ছবিটা হচ্ছে উনার হাতের কাজের ছবি।

উনার হাতের কাজ

আমরা চেয়েছি উনার এই প্রতিভা বিকশিত করার ক্ষেত্রে একটু সহায়তার হাত বাড়াতে। আমরা বিশ্বাস ও আশা করি উনি এই সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করে স্বাবলম্বী হতে পারবেন। এমনও হতে পারে আমরাই উনার হাতে বানানো সুন্দর জিনিসের ক্রেতার সন্ধান করে দিবো। 


আমরা শুধু সেলাই মেশিনের একটি অংশ অর্থায়ন করেছি(মাত্র ২০হাজার টাকা আমরা দিয়েছি),দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে রাশেদুজ্জামান রণ ভাই পরিশ্রম করে যাচ্ছেন অন্যের ভাগ্য বদলের।



বাকিটা পড়ুন রাশেদুজ্জামান রণ ভাই এর পোস্ট থেকে-

“অনার্স পড়ুয়া এই আপামনি, সংসার ধর্ম পালন করেন। বর্তমানে সেই সংসারে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।সেজন্য আপামনি একটা অংশের দায়িত্ব নেয়ার জন্য শাবানার মতো মেশিন চালাতে আগ্রহী। এদিকে আমাদেরও একটা খুচরা প্ল্যান আছে। মানে বড় স্বপ্ন, ছোট আকারে দেখা হচ্ছে। সুতরাং আগ্রহ আর স্বপ্ন মিলেমিশে একাকার।

এখন দিকনির্দেশনা মোতাবেক কাজ চলবে, আমরা শুধু পর্যবেক্ষণ করবো। এই আপামনি এবং আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ.."



ভাগ্য বদলের আশায় আধুনিক সেলাই মেশিন উপহারই আমাদের Story of Happiness

Thursday, April 18, 2024

একটি অসহায় পরিবারকে মাসিক বাজার উপহার

 বগুড়ায় দুই সদস্য বিশিষ্ট একটি অসহায় পরিবারকে মাসিক বাজার উপহার দেয়া হয়। রাশেদুজ্জামান রণ ভাইকে অশেষ ধন্যবাদ পরিবারটিকে বাজার পৌঁছে দেয়ার দায়িত্ব নেয়ার জন্য।

চাল- ২১কেজি, আলু- ১৫কেজি, তেল- ২লিটার, মশুর- ২কেজি, ছোলা- ২কেজি, সুজি- ২কেজি, চিনি- ২কেজি, মুড়ি- ১.৫কেজি,

খেজুর- ১কেজি, পিঁয়াজ- ২কেজি, লবণ- ১কেজি, নগদ-১৫০০ টাকা

সর্বমোট-৪৯৭৭ টাকার বাজার






Tuesday, April 16, 2024

Monday, April 15, 2024

Happiness is Sharing Food with Needy People

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাসব্যাপী ইফতার আয়োজনের পাশাপাশি এবারো ৯০ টি পরিবারকে ঈদ বাজার উপহার দেয়া হয়। উপহার পেয়ে সবাই অনেক খুশি হয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

Click to Enlarge


 

 

 

 

 

 

 

 

 

২০টি পরিবারকে দেয়া খাবার উপহারের প্রতি প্যাকেটে ছিলো চাল, তেল, মসুর ডাল, আলু, পেয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, কাচামরিচ, দুধ, চিনি, সেমাই ও মুড়ি ।

পাশাপাশি ৭০ টি পরিবারকে দেয়া ঈদ খাবার উপহারের প্রতি প্যাকেটে ছিলো দুধ, চিনি, সেমাই ও মুড়ি।

 


 

 

Iftar Update 2024 Final


 

Sunday, April 7, 2024

২৬শে রোজায় ৮৫জন মেহমান ইফতার করেছেন

২৬শে রোজায় বগুড়ার সোনাতলায় ২৫জন মাদ্রাসার ছাত্রকে ইফতার, রাতের ও সেহেরির খাবার দেয়া হয়। 

বুন্দিয়া,ছোলা,আপেল,মাল্টা,তরমুজ, কালোজাম,মুড়ি,জিলাপি ও শসা দিয়ে ইফতার।
গরুর মাংস দিয়ে সন্ধ্যা রাতের খাবার। 
সেহরিতে আলু ভাজি আর দুধ-কলা দিয়ে ভাত। 












অন্যদিকে কুড়িগ্রামে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ৬০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন। মেহমানদের ৫০জন মহিলা ও ১০ জন পুরুষ। 




পেয়াজু ,ছোলা ,বুন্দিয়া, চপ, বেগুনি,কলা,খেজুর ও গুড়ের শরবত ছিলো ইফতারের মেনু।

ভাত, গরুর মাংস,আলু ভাজি, চর্বি ও হাড় দিয়ে মিস্টি কুমড়ার ঘাটি ছিলো রাতের খাবারের মেনু।

আজকের আয়োজনের জন্য মোঃ তৌহিদুল ইসলাম পরাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।