We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Thursday, March 27, 2025

দুই দিনে ইফতার করেছেন ২৬০জন মেহমান

 


সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে ২৬শে মার্চ আমরা ১৭০জন মেহমানের জন্য ইফতার আয়োজন করেছিলাম কুড়িগ্রামের নাগেশ্বরীর মমিনগঞ্জ গ্রামে।

 

ইফতার মেন্যুতে ছিলো অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, খেজুর, শসা আর শরবত।

 

২৪শে রমজান(২৫শে মার্চ) আমাদের ইফতার আয়োজন ছিলো কুড়িগ্রামের নাগেশ্বরীর কাচারি পয়ড়াডাঙ্গা গ্রামে। এদিন আমাদের মেহমান সংখ্যা ছিলো ৯০জন।  

 

ইফতার মেন্যুতে ছিলো অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি,ডাল, খেজুর, শসা আর শরবত। 

আমরা ডোনারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি

 
২৫দিনে মোট ইফতার করেছেন ২৫২৩জন মেহমান


Thursday, March 20, 2025

১৯শে মার্চ মোট ১৯০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন

 আজ ১৯শে মার্চ(১৮ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৫জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন। পাশাপাশি রংপুরে ইফতার করেছেন ৬০জন। মোট ১৯০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন।

আজকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমাদের ইফতার আয়োজন ছিলো শুধু নারীদের জন্য।গ্রামে যেহেতু বাড়ির মেয়ে/মহিলারা সহজে বেড়াতে যান না, তাই উনাদের জন্য আজকে আমাদের বিশেষ আয়োজন ছিলো।
ইফতার: ছোলা,বুন্দিয়া,জিলাপি, মুড়ি, খেজুর, শসা,শরবত
রাতের খাবার: সাদা ভাত, গরুর গোসত, গরু ও ঠাকরি কালাই ডাল মিক্সড, আলু ভাজি।
খাওয়া শেষে পান,সুপারি 💚
অন্যদিকে রংপুরের বদরগঞ্জেও আজ আমরা ৬০ জন মেহমানকে ইফতারের দাওয়াত দিয়েছিলাম।
ছোলা, বুন্দিয়া,মুড়ি, শরবত, আপেল,আঙ্গুর,তরমুজ,কলা,খেজুর ছিলো ইফতার আয়োজনে।
ছবিঃ আজকের ইফতার।
নোটঃ আমাদের একজন ডোনার উনার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজনের খরচ দিয়েছেন। কুড়িগ্রাম, রংপুর দুই জায়গাতেই মেহমানগণ দোয়া করেছেন










Tuesday, March 18, 2025

১৫ রোজায় আমাদের মেহেমান ছিলেন শুধুই মহিলারা

 ১৫ রোজা, ১৬ই মার্চ ২০২৫

আজকে আমাদের মেহেমান ছিলেন ৫৫জন মহিলা। 

মা-খালাদের/আপা ভাবীদের ইফতার আয়োজনে আমাদের নিয়মিত ইফতার মেনুর পাশাপাশি গরুর হাড়/চর্বি দিয়ে আলাদা ডাল রান্না করা হয়েছিলো।

অর্থাৎ ইফতার মেন্যু হচ্ছেঃ খেজুর, শসা, শরবত, সব্জি/বীফ খিচুড়ি ও গরুর হাড়/চর্বি দিয়ে বুটের ডাল।





১৪ই মার্চ ও ১৫ই মার্চ ইফতার করেছেন ১৪০জন মেহেমান




১৪ই মার্চ(১৩ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৫ জন মেহমান ইফতার করেছেন।

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছিলো পাশাপাশি বাড়িতেও ২৫জন মেহমান ছিলেন।

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশিরভাগই কৃষক ভাইয়েরা, যারা নিজেদের জমির কোন ফসল তুলে এনে বাজারে বিক্রি করে থাকেন।

ইফতার প্যাকেটে ছিলো খেজুর,শসা ও সবজি+বীফ খিচুড়ি।

বাড়িতে যারা ইফতার করেছেন উনাদের জন্য শরবত ছিলো।




১৫ই মার্চ(১৪ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীর একটি মাদ্রাসার ৪৫ জন ছাত্র-শিক্ষক ইফতার করেছেন।

ইফতার প্যাকেটে ছিলো খেজুর,শসা ও সবজি+বীফ খিচুড়ি।

বাড়িতে রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছিলো মাদ্রাসায়।

পাশাপাশি বাড়িতে মেহেমান ছিলেন ২০জন অর্থাৎ ১৪ই রোজায় আমাদের মোট মেহেমান ৬৫জন।




১৩ই মার্চ আমাদের মেহেমান ১৬০জন

১৩ই মার্চ(১২ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬০জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন।

অন্যদিনের তুলনায় উন্নত মেনু ছিলো আমাদের মেহমানদের জন্য।

বুন্দিয়া,ছোলা,আপেল,মাল্টা,মুড়ি,কলা,খেজুর,শরবত,গাজর ও শসা দিয়ে ইফতার।

সাদা ভাত, গরুর মাংস, ডিম ভুনা, গরুর হাড়,চর্বি দিয়ে বুটের ডাল ছিলো রাতের খাবারের মেনুতে।

পাশাপাশি সেহরিতে সাদা ভাত, গরুর মাংস, ডিম ভুনা, গরুর হাড়,চর্বি দিয়ে বুটের ডাল রান্না হচ্ছে মাদ্রাসার ৪০জন ছাত্র শিক্ষকের জন্য।

আজকের আয়োজনের জন্য মোঃ তৌহিদুল ইসলাম পরাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইফতার মেন্যু


রাতের খাবার
 
 
সেহেরির খাবার
 
সেহেরির সময় 

Monday, March 17, 2025

Mr. Tamjid Rony is our 300th Donor

We are Happy to inform you that 

Mr. Tamjid Rony joined One Taka Fund.

He is our 300th Donor and donated for 05 members of his family hence he is our DF05 Type Donor.

For his joining, we are now a family of 1277 Members. 









Tuesday, March 11, 2025

২২৫ জন মেহমান ইফতার করেছেন ৯ম, ১০ম ও ১১তম রোজায়

আপনাদের শেয়ার করা ইফতার দিয়ে আমরা ৯ম ও ১০ম রোজায় ৮০ জন করে মোট ১৬০জন মেহমানকে ইফতার করিয়েছি। 

যথারীতি সাদামাটা ইফতার ( অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, খেজুর আর শরবত) দিয়েই মেহমানগন তৃপ্তি সহকারে ইফতার করেছেন এবং ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাদামাটা ইফতার বলার কারন হচ্ছে চাল, মিস্টি কুমড়ো ,গরুর মাংস, ডাল, আলু, পিয়াজ রসুন আদা 

সব উপকরন মিলিয়ে ২০কেজি পরিমান(পানি ছাড়া) রান্না করা হয়েছে এই দুই দিন ৮০ জন মেহমানের জন্য। 





১১তম রোজায় ইফতার করেছেন ৬৫জন মেহেমান। ইফতার মেন্যু একই ( বীফ খিচুড়ি, শসা, খেজুর, শরবত) 
 

সম্মানিত ডোনারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের অনুরোধে সারা দেয়ার জন্য।



Monday, March 10, 2025

Iftar Update on 7th & 8th Ramadan 2025

আজ ও গতকাল যথাক্রমে ৬০জন ও ৯০জন মেহমান ইফতার করেছেন সম্মানিত ডোনারদের উপহার দেয়া ইফতার দিয়ে।
 

আমাদের আয়োজন খুবই সাদামাটা হওয়া সত্ত্বেও(অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, শসা, খেজুর আর শরবত) মেহমানগন তৃপ্তি সহকারে ইফতার করেন এবং ডোনারদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন প্রতিদিন।
 

বাজেট স্বল্পতার জন্য এইবার গত দুইবছরের চেয়ে আমাদের কম মেহমানকে বলা হচ্ছে, কারন আমরা যেহেতু শুরু করেছি, সারা মাস ব্যাপী এই আয়োজন চালিয়ে যেতে চাই।
 

সম্মানিত ডোনারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের অনুরোধে সারা দেয়ার জন্য।
 

Happiness is Sharing Iftar with others. Sharing is Caring